চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) প্রথমবারের মতো ডাক পেয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন লিটন দাস। সেই ম্যাচে লিটন ব্যাট হাতে করেছিলেন মোটে ৪ রান। এরপর উইকেটেরর পেছনেও ছিলেন ব্যর্থ। মিস করেছিলেন দু’টি স্ট্যাম্পিং।
আইপিএলে নিজের অভিষেকে এমন পারফরম্যান্স করার পর আর মাঠে নামার সুযোগ হয়নি লিটনের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন লিটনকে আরেকটি সুযোগ দেওয়া উচিত ছিল।
শনিবার (৬ মে) ইংল্যান্ডে গণমাধ্যমের মুখোমুখি হন জালাল। এ সময় তিনি আরও জানান যে আইপিএল সবাইকে সমান চোখে দেখে না। জালাল ইউনুস আইপিএল ইস্যুতে বলেন, ‘আমিও দেখেছি কম বেশি সব ম্যাচই। হয়তো অন্যদের অগ্রাধিকার আমাদের চেয়ে বেশি। তবে আমার মনে হয় এটা হওয়া উচিত নয়।’
‘সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া উচিত। মুস্তাফিজ অনেকদিন ধরেই আইপিএল খেলছে। সাকিবও অনেকদিন ধরে খেলে। লিটন প্রথমবার গিয়েছিল, তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত ছিল। আমার মনে হয় না তারা সবাইকে সমান চোখে দেখে।’-আরও যোগ করেন তিনি।