১২ মে মুক্তি পাবে ‘পাঠান’

১২ মে মুক্তি পাবে ‘পাঠান’

বিনোদন

কয়েক দফা মুক্তির তারিখ ঘোষণার পর শুক্রবার (৫ মে) বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসার কথা ছিল শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। কিন্তু এদিনও মুক্তি পাচ্ছেনা ছবিটি। নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের এক আবেদনের প্রেক্ষিতে ছবিটি মুক্তির তারিখ একসপ্তাহ পেছানো হলো।

৫ মে এর পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পাবে আগামী ১২ মে। এমনটাই জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ঈদ উপলক্ষে দেশীয় ৮ সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমাগুলো বেশ ভালো ব্যবসাও করছে। ৫ মে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পেলে দেশীয় সিনেমা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন শঙ্কায় সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮ সিনেমার নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের দাবি ছিলো দুই সপ্তাহ পরে পাঠান সিনেমাটি মুক্তির দেওয়ার। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার মিটিং ছিলো। মিটিং শেষে তারা এক সপ্তাহ পরে সিনেমাটি মুক্তি দিতে সম্মত হয়েছেন। ফলে ৫ মের পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পাবে ১২ মে।

বেশ কিছুদিন ধরেই দেশে হিন্দি সিনেমা আমদানিতে আলোচনা-সমালোচনা হয়ে আসছিল। পরে কিছু শর্তসাপেক্ষে দেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *