খার্তুম ছাড়ল চার শতাধিক বাংলাদেশি, প্রস্তুত আরও বাস

খার্তুম ছাড়ল চার শতাধিক বাংলাদেশি, প্রস্তুত আরও বাস

আন্তর্জাতিক

সংঘাতে জর্জরিত সুদান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশিদের। দেশটির রাজধানী খার্তুম থেকে বাংলাদেশিদের সরিয়ে পোর্ট সুদানের দিকে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টার দিকে ৪ শতাধিক বাংলাদেশিকে নিয়ে রওনা দিয়েছে আটটি বাস। খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারেক আহমেদ বলেন, আরও চারটি বাস এখানে প্রস্তুত রয়েছে। আরও যেসব বাংলাদেশি আসছেন, তাদের নিয়ে সেই বাসগুলো পরে রওনা দেবে।

গত ১৫ এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) লড়াই চলছে। সংর্ঘষে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিহত হয়েছে। এছাড়া লড়াইয়ে রাজধানী খার্তুম ও আশপাশের আবাসিক এলাকাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

সুদানের ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এই সংঘাত। আন্তর্জাতিক চাপে উভয় পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করলেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *