ন্যায্য মজুরির দাবিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে কর্মরত শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করে তারা।
বিক্ষোভ শেষে দুপুরে বুড়িমারী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিকরা ন্যায্য মজুরিসহ সঞ্চয় করা অর্থ ফেরত, নির্বাচনের মাধ্যমে শ্রমিক নেতা নির্বাচন এবং বিভিন্ন সময়ে শ্রমিকদের নামে হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদ জানায়।ফেডারেশনের সভাপতি শামসুল হুদা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, একটি চিহ্নিত শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে বুড়িমারী স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের অধিকার বঞ্চিত করে আসছে। নির্বাচন ছাড়াই বছরের পর বছর পুরোনো কমিটি দিয়ে শ্রমিকদের সঞ্চয় করা অর্থ আত্মসাৎ করে যাচ্ছে। এ সময় অবিলম্বে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন ও সঞ্চয় করা টাকা ফেরতের দাবি জানান শ্রমিকরা।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে দুই হাজারের বেশি শ্রমিক অংশ নেন।