অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের সম্প্রচারের ক্ষেত্রে নতুন আইন পাস করেছে কানাডা। এখন থেকে নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের মতো স্ট্রিমিং কোম্পানিগুলোকে কানাডিয়ান কনটেন্টের প্রচার-প্রসারের জন্য তাদের আয়ের ৩০ ভাগ খরচ করতে হবে দেশটিতে।
কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে এ আইন পাস হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
যদিও আইনটি স্বাধীন কনটেন্ট নির্মাতাদের স্বাধীনতা খর্ব করে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে করা হয়নি বলছে কানাডার সরকার। প্রচলিত সম্প্রচারকারীরাও অনলাইন মাধ্যমে সম্প্রচারে গেলে এই আইন মেনে চলতে হবে।
তবে এই আইনের সমালোচনা করছেন অনেকেই। অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক মনে করছে, এর প্রভাব পড়তে পারে টিকটক ব্যবহারকারীদের ওপর। তবে কানাডার সরকার এর আগে বলেছে, ব্যবহারকারীদের ওপর এই আইন প্রভাব ফেলবে না।