যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ, সুদান ছাড়ছে হাজারো মানুষ

যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ, সুদান ছাড়ছে হাজারো মানুষ

আন্তর্জাতিক
সুদানে কয়েকদিন ধরে চলা সহিংসতা নিরসনে যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এখনও মুখোমুখী অবস্থানে রয়েছে আফ্রিকার দেশটির সেনা ও আধাসামরিক বাহিনী। সেখানে দেখা দিয়েছে খাদ্য, পানি ও চিকিৎসা সংকট।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাজধানী খার্তুমে এখনই দুই পক্ষের গোলাগুলি চলছে।

সেখানে থাকা আল জাজিরার রিপোর্টার হিবা মর্গানও জানিয়েছেন, এখনও তারা সেখানে গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন। এদিকে সঙ্কট সমাধানের কোনো লক্ষ্মণ না দেখে খার্তুমসহ আশপাশের এলাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ।

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সংঘর্ষে ২৭০ জনের প্রাণ গেছে। এ পর্যন্ত ২ হাজার ৬০০ মানুষ আহত হয়েছে। নয়টি হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে।

এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ সুদান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *