জন্মদিনে লং ড্রাইভে মাহি

বিনোদন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ি

এনটিভি অনলাইনকে মাহির উত্তর, ‘জন্মদিনে তেমন কিছু করছি না। বাসাতেই আছি। বাবা-মায়ের সঙ্গে সময় কাটাচ্ছি। কিন্তু ভাবছি একটু পরে তাদের নিয়ে লং ড্রাইভে বের হব।’

১৯৯৩ সালের আজকের দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাহিয়া মাহি (শারমিন আক্তার নিপা) জন্মগ্রহণ করেন। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ২০১৩ সালে মাহির পরপর তিনটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’, সিয়াম আহমেদের বিপরীতে ‘স্বপ্নবাজি’, সাইমন সাদিকের বিপরীতে ‘আনন্দ অশ্রু’, রোশানের বিপরীতে ‘আশীর্বাদ’সহ বেশ কিছু সিনেমার কাজ করে ব্যস্ত সময় পার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *