বঙ্গবাজার মার্কেটে পুড়ে গেছে হাজার হাজার দোকান। দোকানে থাকা কাপড়ের সঙ্গে পুড়েছে হাজারো ব্যবসায়ীর স্বপ্ন। অনেক কোটিপতি ব্যবসায়ী এখন পথে বসে পড়েছেন। অনেকে কিছু কাপড় উদ্ধার করতে পারলেও তাতে লেগে গেছে পোড়া দাগ।
এমন পোড়া কাপড় কিনেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ১০০ কাপড়ের দামে আগুনে ঝলসে যাওয়া জামা কিনেছেন জনপ্রিয় এ নায়িকা।
এ ছাড়া লেখা রয়েছে— ‘জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের। এর পর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।’
পোস্টে আরও লেখা— ‘ক্ষতির তুলনায় আমাদের উদ্যোগটা খুবই ছোট। তবু সবাইকে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে চেয়েছি এই উদ্যোগের মাধ্যমে। কাপড় সংগ্রহ উৎসাহী শুভাকাঙ্ক্ষীদের পেজের ইনবক্সে যোগাযোগের অনুরোধ রইল।’