শান্তিপূর্ণ বিক্ষোভ দমন থেকে চীনকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের

শান্তিপূর্ণ বিক্ষোভ দমন থেকে চীনকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক
চীনে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া জনসাধারণকে গ্রেফতার না করতে সোমবার বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশব্যাপী ছড়িয়ে পড়া বিক্ষোভের লাগাম টেনে ধরতে দেশটি চেষ্টা চালানোর প্রেক্ষাপটে তারা এমন আহ্বান জানালো।

জাতিসংঘ মানবাধিকার দফতরের মুখপাত্র জেরামি লরেন্স সাংবাদিকদের বলেন, ‘আমরা বিক্ষোভের প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মান অনুসরণে চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের শান্তিপূর্ণ মতামত প্রকাশের জন্য তাদেরকে নির্বিচারে আটক করা উচিত হবে না।’

চীনে করোনার কঠোর বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ রোববার দেশটির কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে৷ বিক্ষোভ চলাকালে দেশটির জনবহুল ও বাণিজ্যিক শহর সাংহাইয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে৷ বিক্ষোভকারীরা চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে স্লোগান দেন৷ অনেকে বলেন, তারা চিরদিনের জন্য শাসক চায় না৷ শির পদত্যাগ দাবি করেও স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভে৷

চীনের প্রেসিডেন্ট শির নেওয়া ‘শূন্য করোনা নীতি’র বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছিল৷ গত বৃহস্পতিবার দেশটির জিনজিয়াং প্রদেশের উরুমকি শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়৷ এ জন্য করোনার কঠোর বিধিনিষেধকে দায়ী করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *