জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। ক্যারিয়ারের শুরু থেকেই দর্শক হৃদয় জয় করে আছেন এই অভিনেত্রী। নাটক, বিজ্ঞাপন কিংবা চলচ্চিত্র- যেখানেই পা রেখেছেন, সেখানেই সাফল্য ছিনিয়ে এনেছেন। কিন্তু ব্যক্তিগত কারণে শোবিজ পাড়ায় হঠাৎ অনিয়মিত হয়ে পড়েন তিনি। টিভি পর্দায় এখন খুব একটা দেখা যায় না এই অভিনেত্রীকে।
তবে শখ ভক্তদের জন্য সুখবর, নাচ নিয়ে আসছেন শখ। দীপ্ত টেলিভিশনের শারদীয় দুর্গাপূজার বিশেষ আয়োজন ‘ছন্দে জাগে প্রাণ’-এ নৃত্য পরিবেশন করবেন তিনি। অনুষ্ঠানটির নৃত্য পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রতন। এই বিশেষ অনুষ্ঠানটিতে শখ ছাড়াও নৃত্য পরিবেশন করবে নৃত্যশিল্পী সোহেল রহমান, মন্দিরা চক্রবর্তী, মীম চৌধুরী, শাওন শান, মোহনা মীম, তুষার, লাবণ্য সহ নৃত্যালোক কালচারাল সেন্টারের শিল্পীবৃন্দ।
‘ছন্দে জাগে প্রাণ’ প্রচার হবে আজ বিকেল সাড়ে ৫টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. মাসুদ মিয়া।