আইপিএল ইতিহাসে প্রথমবার ১০ উইকেটে হারের দুই দিন পর মনোবল বাড়ানো জয় পেল চেন্নাই সুপার কিংস। বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে অঙ্কের জটিল হিসেবে টুর্নামেন্টে টিকে রইল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
হারলে আইপিএলের এবারের আসরের প্রথম পর্ব থেকে বিদায় নিশ্চিত। এমন ম্যাচে রবিবার বেঙ্গালুরুকে ৮ উইকেটে হারিয়েছে চেন্নাই। এর পরও অবশ্য হাতে থাকা সব ম্যাচ জিতলেও প্লে-অফে যাওয়া নিশ্চিত নয় দলটির। বাকি ম্যাচগুলো জিততে তো হবেই, ভরসা করতে হবে অনেক যদি কিন্তুর ওপর।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫০ রান তুলে ম্যাচ জিতে নেয়।
অপরাজিত ৬৫ রানের ইনিংসে ম্যাচসেরা হয়েছেন চেন্নাই ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তার ৫১ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৩ ছক্কা। এ ছাড়া অম্বতি রায়ডু ৩৯ ও ফ্যাফ ডু প্লেসিস ২৫ রান করেন। অধিনায়ক ধোনি ২১ বলে অপরাজিত ছিলেন ১৯ রানে।
এর আগে বিরাট কোহলির ৫০ ও এবি ডি ভিলিয়ার্সের ৩৯ রানে ভর করে মোটামুটি একটা পুঁজি গড়ে বেঙ্গালুরু। চেন্নাইয়ের পক্ষে স্যাম কারেন সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। দিপক চাহার দেন ২ উইকেট।