ব্যক্তিব্যবস্থার শাসন প্রতিষ্ঠা হচ্ছে

বাংলাদেশ

আওয়ামী লীগ সরকার বিশেষ বিশেষ শক্তিতে বলীয়ান হয়ে দেশে এক ব্যক্তির শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবরুহুল আমিন গাজীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ মানববন্ধন হয়। সংগঠনের নেতা সাংবাদিক শওকত মাহমুদের সভাপতিত্বে ও সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা এম আবদুল্লাহ, কৃষিবিদ আবদুল করীম, প্রকৌশলী সাখাওয়াত হোসেন প্রমুখ।বন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। সম্মিলিত পেশাজীবী

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের বিশ্বাস করে না। শুধু জনগণকে বোকা বানাতে গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসনব্যবস্থা, প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে। মানববন্ধন, মিছিল, হরতাল বহু কিছু করেও সরকারের টনক নড়াতে পারিনি। কারণ তারা বিশেষ বিশেষ শক্তিতে বলীয়ান হয়ে আছে।’

সরকারের উদ্দেশে হুশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অনেক হয়েছে। এভাবে আর চলতে পারে না। অবিলম্বে পদত্যাগ করুন। জনগণের চোখের ভাষা পড়ে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণের উত্তাল ঢেউ সৃষ্টি হবে, তাতে ভেসে যাবেন।’

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আর নিশ্চুপ হয়ে থাকবেন না। যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে আমাদের সবাইকে আজকে রুখে দাঁড়াতে হবে, অধিকারকে ফিরিয়ে আনতে হবে, আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। দানবীয়-হাইব্রিড-স্বৈরাচারী-পুতুল সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষ জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে।

সাংবাদিক রুহুল আমিন গাজীর গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে একটা মিথ্যা অপবাদে গ্রেপ্তার করা হয়েছে। এ সরকার ভিন্নমত স্তব্ধ করতে সাংবাদিক, রাজনীতিবিদ এবং ভিন্নমতের সাধারণ মানুষ যারা লেখালেখি করেন, সোশ্যাল মিডিয়ায় কোনো কথা বলেন, তখনই তাদের গ্রেপ্তার করা হয়, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। সারাদেশে একটা ভয় ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে।’

তিনি অবিলম্বে রুহুল আমিন গাজী, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের মুক্তি এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

পরিষদের উদ্যোগে সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *