বিশ্ব রেকর্ড গড়া বুমরাকে অভিনন্দন জানালেন লারা

বিশ্ব রেকর্ড গড়া বুমরাকে অভিনন্দন জানালেন লারা

খেলাধুলা
এজবাস্টন টেস্টে টস করতে নেমেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিলেন জসপ্রীত বুমরা। ৩৫ বছর পর প্রথম পেসার হিসেবে ভারতকে টেস্টে নেতৃত্ব দিতে পারার কীর্তি। এমনিতেই ম্যাচটি বুমরার কাছে স্মরণীয় হয়ে থাকবে, তার ওপর গতকাল টেস্টের দ্বিতীয় দিনেই গড়েছেন বিশ্ব রেকর্ড। ভেঙেছেন কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড।

বিশ্ব রেকর্ড গড়ার পর বুমরাকে অভিনন্দন জানিয়েছেন লারা। টুইটে লারা লিখেছেন, ‘টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডের জন্য তরুণ জসপ্রীত বুমরাকে অনেক অভিনন্দন। ওকে অভিনন্দন জানাতে আপনারাও আমার সঙ্গে যোগ দিন।’

২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাঁহাতি স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন লারা। ১৮ বছর অক্ষত থাকা রেকর্ডটা ভেঙেছে গতকাল। স্টুয়ার্ড ব্রডের এক ওভারে ২৯ রান তুলে রেকর্ডটি নিজের করে নিয়েছেন বুমরা।

ব্রডের ওই ওভারে সব মিলিয়ে অবশ্য এসেছে ৩৫ রান। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ব্রডের এক ওভারে ৬ ছক্কা মেরে ৩৬ রান তুলেছিলেন যুবরাজ সিং। শচীন টেন্ডুলারের তাই প্রায় ১৫ বছর আগের কথা মনে পড়ছে, ‘এ দিন কে ব্যাট করল? যুবি না বুমরা!? ২০০৭ সালের কথা মনে পড়িয়ে দিল…’

রবি শাস্ত্রীও যুবরাজের নেওয়া ৩৬ রানের প্রসঙ্গ টেনে এনে বলেছিলেন, ‘আমি ভেবেছিলাম ক্রিকেটের সবকিছু দেখে নিয়েছিলাম। যুবরাজ এক ওভারে ৩৬ রান তুলেছিল। আমি তুলেছিলাম। কিন্তু আজ যা দেখলাম, তা অদ্ভুত। কোনো দিন ভাবিনি এরকম হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *