ইউক্রেন থেকে শীর্ষ জেনারেলদের সরিয়ে দিয়েছে রাশিয়া

ইউক্রেন থেকে শীর্ষ জেনারেলদের সরিয়ে দিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক
চলতি মাসে রাশিয়া ইউক্রেন সংঘাতে মূল কমান্ডের ভূমিকা থেকে বেশ কয়েকজন জেনারেলকে প্রত্যাহার করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টুইটারে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত নিয়মিত আপডেটে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জুনের শুরু থেকে রাশিয়ান হাইকমান্ড সম্ভবত ইউক্রেনের যুদ্ধে মূল অপারেশনাল কমান্ডের ভূমিকা থেকে বেশ কয়েকজন জেনারেলকে সরিয়ে দিয়েছে।

তাদের মধ্যে রয়েছে এয়ারবর্ন ফোর্সের কমান্ডার জেনারেল-কর্নেল আন্দ্রেই সার্ডিউকভ, যার ৩০ বছরের দীর্ঘ কর্মজীবনে রয়েছে ‘দুর্নীতি ও বর্বরতার অভিযোগ’।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধে রুশ জেনারেলসহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধক্ষেত্রে উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিহতের ঘটনা সরাচর ঘটে না। তাই পশ্চিমাদের ধারণা কয়েকটি এলাকায় স্থবির হয়ে যাওয়া লড়াইয়ে গতি সঞ্চারের জন্যই সম্মুখযুদ্ধে যাচ্ছেন রাশিয়ার উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা।

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *