দুই গোল দিয়েও জিততে পারল না ম্যানইউ

দুই গোল দিয়েও জিততে পারল না ম্যানইউ

খেলাধুলা
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ৷ ম্যাচটিতে প্রথমে দুটি গোল দিলেও শেষ দিকে দুটি গোল হজম করে বসে রেড ডেভিলরা।
এতে করে আগে দুইটি গোল দিলেও জয় পায়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। যদিও ভিলার বিপক্ষে ম্যাচটিতে খেলেননি রোনালদো।
ম্যাচের ৬ ও ৬৭ মিনিটের ম্যানইউর হয়ে গোল দুটি করেন ব্রুনো ফার্নান্দেজ। ৭৭ মিনিটের সময় রামসে প্রথম গোল ও ৮১ মিনিটে সদ্যই ভিলায় যোগ দেয়া কুতিনহো বল জালে জড়ান। এতে হঠাৎ করে ম্যানইউর হাত থেকে ম্যাচ ফসকে যায়৷
এদিকে প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে ২০১৬ সালের পর প্রথমবারের মতো প্রথমে দুটি বা তার বেশি গোল করেও শেষ পর্যন্ত জয় পেতে ব্যর্থ হয়েছে ম্যানইউ। সেবার নিউক্যাসেলের বিপক্ষে প্রথমে তিনটি গোল দিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে বাড়ি ফেরে ম্যানইউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *