কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর বুকে হঠাৎ ঘূর্ণিঝড় সদৃশ টর্নেডোর সৃষ্টি হয়, যার ফলে নদীর পানি ঘূর্ণাবর্তে আকাশের দিকে উঠে যেতে দেখা যায়। মঙ্গলবার বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় এ বিস্ময়কর ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, নদীর পানি প্রবল বেগে ঘূর্ণি খেয়ে ওপরে উঠছে, যা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়ার কুমারখালী এবং পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে পদ্মা নদীতে এমন একটি টর্নেডো দেখা গেছে, তবে বিস্তারিত কোনো তথ্য তাঁদের কাছে নেই।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ মিনিট ধরে ঘূর্ণাবর্ত চলেছিল এবং বিকেলের দিকে হঠাৎ এ দৃশ্য চোখে পড়ে। অনেকে তা মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন, যা দ্রুতই মানুষের দৃষ্টিগোচর হয়। সৌভাগ্যবশত, এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, বিকেল তিনটার দিকে ঘটনাটি ঘটেছে। তবে এতে কারও ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।