সাভারে প্রাইভেটকারের চাপায় দুই পথচারী নিহত, সড়ক বিভাজকে বাস উঠে হেলপারও প্রাণ হারালেন।

জাতীয় বাংলাদেশ

ঢাকার সাভারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ও আজ সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ও গেন্ডা এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রাকেশ দাসের স্ত্রী অর্চনা রায় (৩৫), মোহনগঞ্জ উপজেলার ধীরেন্দ্র দাসের ছেলে হৃদয় দাস (২০) এবং নাবিল পরিবহনের বাসের চালকের সহকারী আনোয়ারুল ইসলাম (৩৩)। অর্চনা ও হৃদয় সাভারের ব্যাংক টাউন এলাকায় বসবাস করতেন।

সাভার হাইওয়ে থানা-পুলিশ জানায়, গতকাল রাত ১২টার দিকে অর্চনা রায় ও হৃদয় দাস ব্যাংক টাউন সেতুর নিচ দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি প্রাইভেট কার ইউটার্ন নেওয়ার চেষ্টা করতে গিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে গাড়িচালক প্রাইভেট কারটি ফেলে পালিয়ে যান।

অন্যদিকে, আজ ভোর সাড়ে ৬টার দিকে গেন্ডা এলাকায় নওগাঁ থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে চালকের সহকারী আনোয়ারুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক বিষ্ণুপদ শর্মা আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কার ও বাস জব্দ করা হয়েছে। তবে উভয় যানবাহনের চালকেরা পালিয়ে গেছে। নিহতদের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *