চোট সারাতে নিজের মূত্র পান করেছিলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিস্ময়কর অভিজ্ঞতার কথা প্রকাশ করেন তিনি।
রাজকুমার সন্তোষীর ‘ঘটক’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় হাঁটুতে চোট পান পরেশ। এরপর অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগনের পরামর্শে তিনি মূত্রপান করেন বলে জানিয়েছেন। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, হাঁটুর চোটের কারণে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরেশ রাওয়াল। সেখানেই তাঁকে দেখতে এসে বীরু দেবগন পরামর্শ দেন প্রতিদিন সকালে খালি পেটে নিজের মূত্র পান করতে।
সাক্ষাৎকারে পরেশ বলেন, ‘বীরুজি আমাকে বলেছিলেন, সব যোদ্ধারাই এটা করে। সকালে উঠে নিজের প্রস্রাব পান করলে চোটজনিত কোনো সমস্যা আর থাকবে না। পাশাপাশি তিনি মদ্যপান, লাল মাংস এবং তামাক গ্রহণ এড়িয়ে চলারও উপদেশ দেন।’
পরেশ আরও যোগ করেন, ‘আমি বিয়ারের মতো করে নিজের মূত্র পান করতাম। টানা ১৫ দিন ধরে এই নিয়ম মেনে চলেছি। এরপর যখন ডাক্তাররা আমার এক্স-রে রিপোর্ট দেখলেন, তাঁরা একেবারে অবাক হয়ে গিয়েছিলেন!’
চিকিৎসকদের মতে, তাঁর হাঁটুর চোট সারাতে আড়াই মাস লাগার কথা ছিল। কিন্তু নিজের মূত্র পানের এই বিশেষ উপায়ের কারণে মাত্র ১৫ দিনেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন বলে দাবি করেন অভিনেতা।