ইউনূস: অন্তর্বর্তী সরকারকেই মানুষের কাছে সেরা সমাধান মনে হচ্ছে

জাতীয় দেশজুড়ে বাংলাদেশ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের জনগণ এখনও অন্তর্বর্তীকালীন সরকারকেই সবচেয়ে ভালো সমাধান মনে করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৬ সালের জুনের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন হবে, তবে তার আগেই নয়।

মুহাম্মদ ইউনূস সম্প্রতি দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটে অংশ নিয়ে আল জাজিরাকে এই সাক্ষাৎকারটি দেন, যা রবিবার রাতে সম্প্রচারিত হয়। সাক্ষাৎকারে উপস্থাপক তাকে প্রশ্ন করেন, শেখ হাসিনার পতনের পরবর্তী পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা সম্পর্কে। ইউনূস তার উত্তরে বলেন, “মানুষ এখনো বিশ্বাস করে, অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য সবচেয়ে উপযুক্ত সমাধান। এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, যেখানে জনগণ নির্বাচন চায়নি বা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”

আরেক প্রশ্নে ইউনূস বলেন, সরকারের উদ্দেশ্য একটি অর্থবহ নির্বাচন আয়োজন করা। তিনি উল্লেখ করেন, যদি সংস্কারের প্রক্রিয়া ছোট হয়, তবে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। কিন্তু যদি এটি দীর্ঘ হয়, তবে নির্বাচন সম্ভবত জুনে হবে, তবে তার পর আর নয়।

শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে এক প্রশ্নের উত্তরে ইউনূস বলেন, এটি আওয়ামী লীগের সিদ্ধান্তের ওপর নির্ভর করে এবং এখন পর্যন্ত দলটি কোনো ঘোষণা দেয়নি। তবে তিনি জানান, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ভারতে শেখ হাসিনার অবস্থান এবং তার নিজেকে ‘আইনসঙ্গত প্রধানমন্ত্রী’ দাবি করার প্রসঙ্গে ইউনূস বলেন, “আমি স্পষ্টভাবে বলেছি, ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায়, আমরা তা মেটাতে পারব না। তবে তিনি আমাদের সমস্যায় ফেলছেন, তার বক্তব্যে বাংলাদেশের মানুষের জন্য সমস্যা তৈরি হচ্ছে।”

ভারত সরকারকে চিঠি পাঠানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য তারা এখনও কোনো সাড়া দেয়নি, তবে আইনি প্রক্রিয়া শুরুর পর আদালত নোটিস পাঠাবে।

চীনে তার সফর এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করার বিষয়ে ইউনূস বলেন, এটি সাময়িক বিষয় এবং তারা একসাথে এই সমস্যাগুলো সমাধান করবে।

যুক্তরাষ্ট্র এবং চীন সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে ইউনূস বলেন, বাংলাদেশ কাউকে বেছে নেয়ার পরিস্থিতিতে নেই, কারণ যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত সবই বাংলাদেশের বন্ধু।

রোহিঙ্গা সংকট নিয়ে ইউনূস বলেন, সরকার জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে, যাতে রোহিঙ্গারা নিরাপদে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারে, এবং বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চিন্তা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *