২৫ এপ্রিল থেকে প্রচারিত হচ্ছে ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’

জাতীয়

২৫ এপ্রিল থেকে টেলিভিশন এবং ওটিটি প্লাটফর্মে প্রচারিত হতে যাচ্ছে ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং: সিজন ২’। প্রতি শুক্র ও শনিবার বাংলাভিশনে রাত ৮:১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭:১০ মিনিটে, দীপ্ত টেলিভিশনে রাত ৯:৩০ মিনিটে, এবং একই সাথে প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারিত হতে যাচ্ছে চরকি’তে।

২০২২ সালে সাড়া জাগানো প্রথম সিজনের পর ‘আর্ট অব প্লেটিং: সিজন ২’ হতে যাচ্ছে আরও বড় পরিসরে এবং কঠিন কিছু চ্যালেঞ্জ নিয়ে। প্রতিযোগীরা তাদের সৃজনশীলতায় ঐতিহ্য ও উদ্ভাবনের গল্প ফুটিয়ে তুলবে নিজ নিজ প্লেটের ক্যানভাসে।

আকিজ বশির গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘আমরা নতুন প্রজন্মের প্লেটিং শিল্পীদের অনুপ্রাণিত করতে চাই।’

জানা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা ‘প্লেটিং মায়েস্ট্রো’ খেতাব, ১০,০০,০০০ টাকার পুরস্কার, প্লেটিং কোর্স, মিডিয়া প্রচার ও আকিজ টেবিলওয়্যার ডিনার সেট জিততে লড়াই করবেন। প্রথম রানার্স-আপ পাবেন ৫,০০,০০০ টাকা, দ্বিতীয় ৩,০০,০০০ টাকা, চতুর্থ-পঞ্চম ১,০০,০০০ টাকা, সঙ্গে সার্টিফিকেট ও স্বীকৃতি পাবেন।

উল্লেখ্য, প্রতিযোগীরা অনলাইনে নিজেদের প্লেটিংয়ের ছবি জমা দিয়ে যাত্রা শুরু করেন। উত্তীর্ণরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অডিশনে অংশ নেন, যেখানে নান্দনিকতা, কৌশল ও রন্ধনশৈলীর বিচারে তারা নিজেদের প্লেটে শিল্পকর্ম তৈরি করেন।

আর তাই, খাবারের উপস্থাপনার জাদু প্রত্যক্ষ করতে চোখ রাখুন টেলিভিশনের পর্দায় এবং ওটিটি প্লাটফর্মে যেখানে প্রতিটি প্লেট একটি গল্প, এবং যেখানে সৃজনশীলতা সীমাহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *