গোয়েন্দা এনোলা হোমসের রহস্যঘেরা নতুন অভিযানের গল্প

বিনোদন

শার্লক হোমসের ছোট বোন এনোলা হোমসও এখন এক দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতোই রহস্যভেদে আগ্রহী এই তরুণী নিজেই চালান একটি গোয়েন্দা সংস্থা। তার সাহসী অভিযান আর চতুরতা নিয়ে রচিত হয়েছে ন্যানসি স্প্রিংগারের জনপ্রিয় উপন্যাস সিরিজ ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’। এই সিরিজ অবলম্বনে নেটফ্লিক্স এরই মধ্যে দুটি সিনেমা নির্মাণ করেছে, যেগুলো দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পায়। এবার আসছে তৃতীয় পর্ব—‘এনোলা হোমস থ্রি’।

হলিউড রিপোর্টার জানিয়েছে, তৃতীয় কিস্তির কাজ শুরু হয়ে গেছে। আগের দুই পর্বের মতো এবারও এনোলার চরিত্রে থাকছেন মিলি ববি ব্রাউন, আর শার্লক হোমসের ভূমিকায় ফিরছেন হেনরি কাভিল। হোমস পরিবারের অভিভাবক চরিত্রে আবারও দেখা যাবে হেলেনা বোনহ্যাম কার্টারকে। পাশাপাশি লুই পার্ট্রিজ থাকছেন টেউসবারি চরিত্রে এবং হামিশ প্যাটেলকে দেখা যাবে ওয়াটসনের ভূমিকায়।

চলচ্চিত্রটির শুটিং চলছে যুক্তরাজ্যে। চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন এবং পরিচালনার দায়িত্বে আছেন ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের নির্মাতা ফিলিপ বারান্তিনি। এই কিস্তিতে এনোলার নতুন অভিযান মাল্টায়। রহস্য অনুসন্ধানে গিয়ে সে জড়িয়ে পড়ে বিপদের জালে, যেখানে ব্যক্তিগত ও পেশাগত জীবন একাকার হয়ে যায়। এবারকার রহস্য অনেক বেশি জটিল এবং এনোলার জন্য আরও বড় চ্যালেঞ্জ।

প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০২০ সালে, এরপর ২০২২ সালে আসে দ্বিতীয় পর্ব। দুটি ছবিই ৯৩টি দেশে নেটফ্লিক্সের শীর্ষ দশে জায়গা করে নেয়। নতুন কিস্তিতেও সেই রহস্য, অ্যাডভেঞ্চার আর সাহসিকতার রোমাঞ্চ বজায় থাকবে বলে আশা করছে নেটফ্লিক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *