নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুটের গুদাম ও গেঞ্জি কাপড় ছাপাখানা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর এলাকায় হযরত শাহ মাজারসংলগ্ন হৃদয় আহমেদের মালিকানাধীন জুটের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের ইমরান মিয়ার মালিকানাধীন গেঞ্জির ছাপাখানায়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে জুটের গুদামে আগুন দেখে তারা নিজেরাই পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জুটের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।