গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা পুনরায় চালুর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিট হরাইজন নামের একটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক মহাসড়কে নেমে আসেন এবং অবরোধ শুরু করেন। এতে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।
শ্রীপুর পৌরসভার বহেরারচালায় অবস্থিত কারখানাটির শ্রমিকেরা সকালে কারখানার মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে এসে তারা মহাসড়কে অবস্থান নেন।
শ্রমিক মনোয়ারা বলেন, ‘আমাদের কিছু না জানিয়ে এবং পাওনা পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আমরা সকালে গেটের সামনে এসে দাবি তুলি কারখানা খুলে দেওয়ার। কিন্তু কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। তাই বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।’
আরেক শ্রমিক সুমন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা পাঁচ কিলোমিটার হেঁটে এসেছি—এর পেছনে কারণ আছে। ক্ষুধার জ্বালা আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। প্রশাসন শুধু যাত্রীদের ভোগান্তির কথা বলে। কিন্তু আমাদের প্রাপ্য যেটা, সেটা তো কেউ দেখছে না। এত নারী শ্রমিক এসেছে, তারা কত কষ্ট করেছে—এগুলোর কোনো মূল্য নেই। প্রশাসনের লোকেরা এসে বলে রাস্তা ছাড়ো, অথচ কেউ জানতে চায় না আমরা কেন রাস্তায়।’