প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন ইমন ও দীঘি

বিনোদন

বিজ্ঞাপন, মিউজিক ভিডিও আর নাচের মঞ্চে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম বড় পর্দায় জুটি বাঁধছেন মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি। সরকারি অনুদানে নির্মিত হতে যাওয়া সিনেমা ‘দেনাপাওনা’-তে একসঙ্গে অভিনয় করবেন তাঁরা।

রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প অবলম্বনে ‘দেনাপাওনা’ পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। এর আগে বছরের শুরুতে জানা গিয়েছিল, এতে নিরুপমা চরিত্রে দেখা যাবে দীঘিকে। এবার আনুষ্ঠানিকভাবে সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন মামনুন ইমন। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই শুরু হবে শুটিং।

ইমন বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনাপাওনা’ গল্পটি অনেকেরই প্রিয়। সঠিকভাবে উপস্থাপন করতে পারলে দর্শকদের মন ছুঁয়ে যাবে। সম্প্রতি আমি সিনেমাটিতে সাইন করেছি। আমার চরিত্রটি জমিদার পরিবারের ছেলে, যিনি কলকাতায় ম্যাজিস্ট্রেটের চাকরি করেন। গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে নিরুপমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়। কিন্তু নিরুপমার বাবা পণ দিতে না পারায় অপমানে আত্মহত্যা করেন মেয়ে।”

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, “সাহিত্যনির্ভর চলচ্চিত্রের দর্শক আমাদের দেশে আছে, কিন্তু তেমন সিনেমা তৈরি হয় না। আশা করছি, এই ছবিটি দর্শকদের ভালো লাগবে।”

সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন মিরন মহিউদ্দিন। এতে ইমন ও দীঘি ছাড়াও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি, সাব্বিরসহ অনেকে।

এদিকে, মামনুন ইমন সম্প্রতি শেষ করেছেন সরকারি অনুদানের আরেকটি সিনেমা ‘ময়নার চর’-এর শুটিং, যেখানে তাঁর বিপরীতে ছিলেন সুষ্মি রহমান। চরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান বাবু।

অন্যদিকে দীঘি রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় প্রশংসিত হয়েছেন। এম রাহিম পরিচালিত এই সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে দর্শক টানছে। চরিত্রে দীঘির উপস্থিতি বেশি না হলেও তাঁর অভিনয় দর্শকমনে জায়গা করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *