বাঙালি প্রেমিক হৃদয়ে দীর্ঘদিন ধরে এক রহস্যময় ও প্রেমময় রূপক হয়ে আছেন জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’। সেই চরিত্রকে কেন্দ্র করেই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে একটি চলচ্চিত্র—নাম *বনলতা সেন*, পরিচালনায় আছেন মাসুদ হাসান উজ্জ্বল। আগেই জানা গিয়েছিল, সিনেমাটিতে থাকছেন খায়রুল বাসার। তবে এত দিন তার চরিত্র পরিচয় গোপন ছিল। অবশেষে জানা গেল, সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রেই পর্দায় হাজির হবেন খায়রুল বাসার।
জীবনানন্দের চরিত্রে অভিনয় প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘জীবনানন্দ দাশকে নিয়ে নির্মিত সিনেমায় কাজ করতে পারা নিঃসন্দেহে আমার জন্য এক বিশাল সৌভাগ্যের ব্যাপার। তিনি আমার প্রিয় কবিদের একজন। তাঁর কবিতা ভাবনার জগতে গভীরতা এনে দেয়। পর্দায় জীবনানন্দ হয়ে ওঠা সহজ ছিল না, বরং বেশ চ্যালেঞ্জিং ছিল। শুটিংয়ের তিন মাস আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। স্ক্রিপ্ট রিডিং, রিহার্সাল করেছি নিয়মিত। পরিচালকের কাছ থেকে বারবার জেনে নিয়েছি তিনি পর্দায় কীভাবে জীবনানন্দকে তুলে ধরতে চান। সেই অনুযায়ী নিজেকে তৈরি করেছি। শুটিংয়ের সময়ও নানা চ্যালেঞ্জ এসেছে, কিন্তু সবার সহযোগিতায় সেগুলো মোকাবিলা করেছি। আমার বিশ্বাস, দর্শকদের জন্য দারুণ একটা অভিজ্ঞতা অপেক্ষা করছে।’
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘জীবনানন্দ দাশের মতো একজন মহান কবিকে পর্দায় উপস্থাপন করা অনেক বড় দায়িত্বের বিষয়। এ জন্য দীর্ঘ রিসার্চ করেছি, সঠিক অভিনয়শিল্পী বাছাই করেছি, বারবার রিহার্সাল করেছি। সিনেমার প্রোডাকশন ডিজাইন ছিল বিশাল একটি অংশ, যা আমাদের দেশে সহজলভ্য নয়। ফলে নিজের কল্পনায় যে রূপে সিনেমাটি চেয়েছি, সেটা বাস্তবায়নে সময় লেগেছে। গত বছর মুক্তির কথা থাকলেও দেশের পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি। তবে সব কিছু ঠিক থাকলে শিগগিরই মুক্তির ঘোষণা দেওয়া হবে।’
‘বনলতা সেন’ সিনেমায় আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশির মতো শিল্পীরা।
এ ছাড়া সামনে খায়রুল বাসারকে দেখা যাবে তানভীর মোকাম্মেল পরিচালিত নতুন সিনেমায়, যা নির্মিত হচ্ছে পল্লিকবি জসীমউদ্দীনের কালজয়ী কাব্যগ্রন্থ *সোজন বাদিয়ার ঘাট* অবলম্বনে। দুই সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান, ভ্রাতৃত্ববোধ এবং দুটি কিশোর-কিশোরীর নিষ্পাপ ভালোবাসার গল্প এই সিনেমার কেন্দ্রবিন্দু। এখানে সোজনের চরিত্রে অভিনয় করবেন খায়রুল বাসার।
এই সিনেমা নিয়ে খায়রুল বাসার জানান, ‘সোজন বাদিয়ার ঘাট নিয়ে নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই বেশি কিছু বলা যাচ্ছে না। শুটিং শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা পিছিয়েছে। এখন পরিকল্পনা করা হচ্ছে বছরের শেষ দিকে, অক্টোবর থেকে রিহার্সাল শুরু করার।’