রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকাল ১০টায় তারা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে ছয় দফা দাবিতে এই বিক্ষোভ শুরু করেন, যার ফলে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামক সংগঠনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করছেন। তারা তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে জানান, দাবি না মানলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।
প্রতিবাদী শিক্ষার্থীরা সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করেছেন, দেশের বেসরকারি পলিটেকনিকগুলোতে ল্যাব সুবিধার অভাব রয়েছে, যার কারণে শিক্ষার্থীরা দক্ষতা অর্জনে ব্যর্থ হচ্ছেন। তারা দাবি করছেন, বেসরকারি পলিটেকনিকগুলোর ল্যাব সুবিধা বৃদ্ধি করতে হবে, এবং যারা তা না করবে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নিতে হবে।
এছাড়া, বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ আদায় এবং হয়রানি রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। সরকারি পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য যেসব সুবিধা রয়েছে, তা বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদেরও দিতে হবে বলে দাবি করেছেন তারা।
এদিকে, শিক্ষার্থীদের অবস্থানের কারণে তেজগাঁও এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। গুলশান বিভাগ ট্রাফিক পুলিশ তাদের ফেসবুক পেজে জানায়, এই অবরোধের কারণে উত্তরা, বনানী, মহাখালী রুটে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে মহাখালী থেকে বনানী ও উত্তরা রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানায়, উত্তরা-বনানী-মহাখালী-তেজগাঁও রুটে যাতায়াতকারী যানবাহনকে আলাদা ডাইভারশন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।