সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নতুন সময়সীমা অনুযায়ী আগামী ২১ মে এই প্রতিবেদন দাখিল করবে।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালত এ নতুন তারিখ নির্ধারণ করেন, কারণ নির্ধারিত তারিখে পিবিআই প্রতিবেদন জমা দিতে পারেনি। ফলে এই মামলায় ১১৭তমবারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।
শেরেবাংলা নগর থানার প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরে নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যার পর প্রাথমিকভাবে মামলার তদন্ত শুরু করে শেরেবাংলা নগর থানা। পরে মামলাটি প্রথমে গোয়েন্দা পুলিশ, এরপর র্যাব এবং বর্তমানে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। হত্যার পরের দিন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচনের আশ্বাস দিলেও এক যুগ পার হলেও মামলার নিষ্পত্তি হয়নি।
এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হলেও কয়েকজন জামিনে মুক্তি পেয়েছেন। তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করেছেন নিহতদের পরিবার এবং সাংবাদিক মহল।
২০২3 সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবকে তদন্ত থেকে বাদ দিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় এবং ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলে। এরপর থেকে পিবিআই টাস্কফোর্সের অধীনে তদন্ত পরিচালনা করছে।
আইনজীবী শিশির মনির জানিয়েছেন, টাস্কফোর্সের অধীনে তদন্ত ‘অনেক দূর’ এগিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়নি।