পয়লা বৈশাখ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো সাজিয়েছে বিশেষ অনুষ্ঠানমালা।

জাতীয় দেশজুড়ে বাংলাদেশ

**বৈশাখী আয়োজনে বিটিভির দিনভর অনুষ্ঠানসূচি**

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সাজিয়েছে বৈচিত্র্যময় আয়োজন। দিনভর প্রচারিত হবে সংগীত, নৃত্য, নাটক ও প্রামাণ্য অনুষ্ঠান।

**সকাল ৮:৩০** – রবীন্দ্রসংগীত অনুষ্ঠান *‘মুছে যাক গ্লানি’*
**সকাল ৯:১০** – শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান
**সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত** – সরাসরি সম্প্রচার: রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগান, গম্ভীরা, লাঠিখেলা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা
**দুপুর ১টা** – বৈশাখী গানে নৃত্য
**দুপুর ১:৩০** – কবিতা পাঠ
**বিকেল ৫টা** – লোকনৃত্য পরিবেশনা *‘নকশী কাঁথার মাঠ’*
**সন্ধ্যা ৬টা** – স্বরচিত কবিতা পাঠ
**সন্ধ্যা ৬:৪০** – প্রামাণ্য অনুষ্ঠান: বাংলা সনের সূচনা, মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী ঐতিহ্য
**সন্ধ্যা ৭টা** – নাটক *‘মাটির পুতুল’*
**রাত ৮:৩০** – নজরুলসংগীত অনুষ্ঠান *‘বৈশাখী ঝড় এলো’*
**রাত ৯:৩০** – টেলিফিল্ম *‘মনের মানুষ’*
**রাত ১০:৩০** – নৃত্যানুষ্ঠান *‘বৈশাখী ছন্দে’*, পরিচালনায় শর্মিলা বন্দ্যোপাধ্যায়, সোহেল রহমান, আয়েশা সিদ্দিকা ও কামরুল হাসান ফেরদৌস

বৈশাখের রঙে রঙিন এই আয়োজন উপভোগ করতে চোখ রাখুন বিটিভির পর্দায়।
**পয়লা বৈশাখে চ্যানেল আই ও বৈশাখী টিভির বৈচিত্র্যময় অনুষ্ঠানসূচি**

**চ্যানেল আই**
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে চ্যানেল আইয়ের আয়োজন জমকালো ও নানা মাত্রিকতায় ভরপুর:

**ভোর ৬টা** – *‘হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪৩২’* অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে। সুরের ধারা ও চ্যানেল আইয়ের এই আয়োজনে থাকবে গান, আবৃত্তি (আফজাল হোসেন) ও ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা।

**বেলা ৩:০৫** – প্রচারিত হবে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র *‘কখনো মেঘ কখনো বৃষ্টি’*, পরিচালনায় মৌসুমী।

**সন্ধ্যা ৭:৪৫** – মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনায় বিশেষ অনুষ্ঠান *‘নববর্ষ ও বাংলার প্রকৃতি’*।

**রাত ৯:৩৫** – টেলিফিল্ম *‘বেস্ট ফ্রেন্ড ২.০’*, রচনা ও পরিচালনা প্রবীর রায় চৌধুরী।

**বৈশাখী টেলিভিশন**
বৈশাখী টিভিও আয়োজন করেছে বৈশাখ উপলক্ষে গান, নাটক ও সিনেমায় পরিপূর্ণ একটি দিন:

**সকাল ৮:২০** – *‘বৈশাখীর সকালের গান’* অনুষ্ঠানে দেবলিনা সুর পরিবেশন করবেন তার গাওয়া ৯টি গান। প্রযোজনায় লিটু সোলায়মান।

**সকাল ১০টা** – সিনেমা *‘সোনার ময়না পাখি’*, অভিনয়ে ফেরদৌস, মৌসুমী, ইরিন জামান, সুচরিতা প্রমুখ।

**দুপুর ১২:৩০** – একক নাটক *‘বৈশাখের ভালোবাসা’*, রচনা: সিদ্দিকুর রহমান; অভিনয়ে সিদ্দিক, মাই অতানাবী, মিনু প্রমুখ।

**বেলা ২:৩০** – সিনেমা *‘স্বামীর সংসার’*, অভিনয়ে ববিতা, সোহেল রানা, অপু বিশ্বাস, শাকিব খান প্রমুখ।

**রাত ৮টা** – সংগীত অনুষ্ঠান *‘গোল্ডেন সং’*, চন্দনা মজুমদারের কণ্ঠে হারানো দিনের গান; উপস্থাপনায় তাসনুভা মোহনা।

**রাত ১০টা** – একক নাটক *‘প্যারা আজমল’*, রচনা ও পরিচালনায় সোহেল রানা ইমন; অভিনয়ে মোশাররফ করিম ও জুঁই।

বৈশাখী আমেজে দিনভর চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনের পর্দায় জমজমাট থাকুক আপনার নববর্ষ।

**পয়লা বৈশাখে দীপ্ত টিভি ও মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন**

**দীপ্ত টিভি**
নববর্ষের সকালে দীপ্ত টিভি সাজিয়েছে বৈচিত্র্যময় অনুষ্ঠানে:

**সকাল ৯টা** – সরাসরি সম্প্রচারিত হবে সংগীতানুষ্ঠান *‘দীপ্ত বৈশাখী উৎসব’*।
উৎসবে গান পরিবেশন করবে ব্যান্ড *বায়োস্কোপ* ও *ডোরা*, উপস্থাপনায় থাকবেন *ইন্দ্রানী নিশি*। প্রযোজনায় *গৌরব সরকার* ও *কাজী ফাহিমুল হক*।

**বেলা ২:১০ মিনিটে** – প্রচারিত হবে বাংলা সিনেমা *‘কিস্তিমাত’*, যেখানে অভিনয় করেছেন *আরিফিন শুভ* ও *আঁচল*।

**মাছরাঙা টেলিভিশন**
বৈশাখী রাতের পর্দায় থাকবে মানবিক গল্পে মোড়ানো একটি টেলিফিল্ম:

**রাত ১০:৩০ মিনিটে** – প্রচারিত হবে *‘আঁধারের আলো’* টেলিফিল্ম।
রচনা *আসাদুজ্জামান*, পরিচালনা *সুব্রত সঞ্জীব*।
কাহিনি ঘুরে বেড়ায় মাছ কাটার কাজ করা *মজিদ* ও রান্নার কাজে নিয়োজিত *জোনাকী*কে ঘিরে। প্রেম, সংগ্রাম আর জীবনের বাস্তবতা নিয়ে নির্মিত এই টেলিফিল্মে কেন্দ্রীয় চরিত্রে আছেন *শাশ্বত দত্ত* ও *তানিয়া বৃষ্টি*।

পয়লা বৈশাখে দীপ্ত ও মাছরাঙার পর্দায় জমজমাট গল্প, গান ও বিনোদনে ভরপুর থাকুক আপনার দিন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *