নেইমারের মাঠে ফেরার দুই মাসের মাথায়ই বরখাস্ত হলেন কোচ, আবেগাপ্লুত নেইমারও কাঁদলেন

খেলাধুলা

১২ বছর পর শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার, চলতি বছরের জানুয়ারির শেষদিকে। রাজকীয় আয়োজনে তাঁকে বরণ করে ক্লাবটি। তবে নেইমারের ফেরার মাত্র দুই মাসের মাথায় বরখাস্ত হলেন ক্লাবটির প্রধান কোচ পেদ্রো কাইজিনহা।

কাইজিনহার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে সান্তোস ফুটবল ক্লাব। এক্স হ্যান্ডেলে দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘সান্তোস ফুটবল ক্লাব জানাচ্ছে যে কোচ পেদ্রো কাইজিনহা আর আমাদের কোচ হিসেবে থাকছেন না। পাশাপাশি তাঁর সহকারী পেদ্রো মালতা ও হোসে প্রাতাস, ট্রেনার গুইলার্মে গোমেজ এবং গোলরক্ষক কোচ হোসে বেলমানও ক্লাব ছাড়ছেন।’

আল হিলাল থেকে সান্তোসে ফেরার পর নেইমার মাত্র দুই মাস কাইজিনহার সঙ্গে কাজ করার সুযোগ পান। কিন্তু এত অল্প সময়ের মধ্যে কোচ বরখাস্ত হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ইনস্টাগ্রামে কাইজিনহাকে জড়িয়ে ধরা একটি ছবি পোস্ট করে নেইমার লেখেন, “জনাব, আপনার সঙ্গে কাজ করা ছিল দারুণ অভিজ্ঞতা। আপনার জীবনে আরও সফলতা কামনা করি। ধন্যবাদ সবকিছুর জন্য।”

কাইজিনহার বিদায়ের পর সান্তোসের কোচের পদ আপাতত খালি। সহকারী কোচ সিজার সাম্পাইওকে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ক্লাবটি। সান্তোস লিখেছে, ‘সিজার সাম্পাইওকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাঁর কোচিং ক্যারিয়ারের সাফল্য কামনা করি।’

কাইজিনহার কোচিং অভিজ্ঞতা বেশ দীর্ঘ। ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত তিনি দেসপোর্তিভো বেজার যুব দলকে কোচিং করিয়েছেন। পরে বিভিন্ন ক্লাবে সহকারী এবং প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধান কোচ হিসেবে এখন পর্যন্ত ৫৬৬টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

সান্তোসে যোগ দেওয়ার আগে তিনি ব্রাজিলের রেড বুল ব্রাগান্তিনো ক্লাবেও প্রধান কোচ ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে তাঁকে আনুষ্ঠানিকভাবে সান্তোসের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর অধীনে ক্লাবটি ১৭টি ম্যাচ খেলে জেতে ৬টি, হারে ৭টি এবং ড্র করে ৪টি। সর্বশেষ গতকাল তিনি ডাগআউটে ছিলেন, যেখানে সান্তোস ফ্লুমিনেন্সের কাছে ১-০ গোলে পরাজিত হয়। ব্রাজিলিয়ান সিরি আ টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচে দুটি হার ও একটি ড্র নিয়ে সান্তোস আছে ২০ দলের মধ্যে ১৮তম স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *