ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি ‘পথনকশা’ বা ‘রোডম্যাপ’ প্রকাশ করেছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমান প্রশাসন বিশ্বাস করে, ডাকসু হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শিক্ষার্থীদের মাঝেও এই নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। সে জন্যই ডাকসু নির্বাচন আয়োজনের প্রতি প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ২০২৪ সালের ডিসেম্বর থেকে প্রশাসন বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই নির্বাচনের প্রস্তুতি ও গৃহীত পদক্ষেপসমূহ সংবলিত এই পথনকশা প্রকাশ করা হয়েছে।”
উল্লেখ্য, বিভিন্ন ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট মহল দীর্ঘদিন ধরেই ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছিল।
ducsu-roadmap-150425-01