চিরবিদায় নিলেন অভিনেত্রী গুলশান আরা

বিনোদন

প্রয়াত হয়েছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ। আজ মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কন্যা জাকিয়া রেজওয়ানা। মৃত্যুকালে গুলশান আরার বয়স হয়েছিল ৫৯ বছর।

জাকিয়া জানান, চার দিন আগে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁর মা। গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় তাঁর মায়ের কবরের পাশে জানাজা শেষে দাফন করা হবে।

গুলশান আরার অভিনয়জীবন শুরু হয়েছিল ২০০২ সালে, বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। পরে তিনি প্রয়াত পরিচালক এনায়েত করিমের ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে অভিনয় করে সিনেমায় পথচলা শুরু করেন। এরপর নিয়মিতভাবে নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সাম্প্রতিক সময়েও জনপ্রিয়তা পেয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলার আম্মা’ বা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও শোবিজ অঙ্গনের অনেকে। অভিনেতা মিশা সওদাগর থেকে শুরু করে নির্মাতা কাজল আরেফিন অমি পর্যন্ত অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পরিচালক এম রাহিম লিখেছেন, “শ্রদ্ধেয় গুলশান আরা আহমেদ আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। এত দ্রুত তাঁর চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর। আমরা সবাই গভীরভাবে শোকাহত। ‘জংলি’ ছিল তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। তিনি আমাদের পরিবারেরই একজন হয়ে থাকবেন চিরকাল।”
অন্যদিকে, পরিচালক কাজল আরেফিন অমি লিখেছেন, “ব্যাচেলর পয়েন্টের কাবিলার আম্মা আমাদের গুলশান আরা আপা আজ সকালেই চলে গেছেন। আমরা তাঁকে খুব মিস করব। আল্লাহ যেন তাঁর সমস্ত গুনাহ ক্ষমা করে জান্নাত নসিব করেন। আমিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *