গত মাসের ভয়াবহ ভূমিকম্পের ধকল সয়ে ওঠার আগেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২১.৭৫ মাইল) গভীরে আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইএমএসসি জানায়, রোববার সকাল ৭টা ৫৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ২৮ মার্চের পর থেকে মিয়ানমারে নিয়মিত ভূমিকম্প অনুভূত হচ্ছে, গত শুক্রবারও একটি ভূমিকম্প হয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১ এবং এর উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।
মিয়ানমারে ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বহু ভবন, সড়ক এবং সেতু ধ্বংস হয়ে যায়। সরকারি হিসাবমতো, অন্তত ৩ হাজার মানুষ নিহত হয়েছেন, প্রায় সাড়ে ৪ হাজার মানুষ আহত এবং ৪০০ এর বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
ভূমিকম্পের প্রভাব থাইল্যান্ডেও পড়েছিল। ব্যাংককে একটি নির্মীয়মাণ ৩০ তলা ভবন ধসে পড়লে বহু মানুষের মৃত্যু হয়।
মিয়ানমার এখনও সেই ভয়াবহ ভূমিকম্পের পরবর্তী বিপর্যয়ে বিপর্যস্ত রয়েছে, এবং বারবার ভূমিকম্পের ধাক্কায় দেশটি কাঁপছে।