চারুকলায় নিরাপত্তা ইস্যুতে র‍্যাব ডিজির হুঁশিয়ারি: অবহেলা প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা

জাতীয় দেশজুড়ে বাংলাদেশ

চারুকলায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ভাস্কর্যে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তার দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় নিরাপত্তা সংশ্লিষ্টদের গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার সকালে রমনা বটমূলে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত নিরাপত্তা বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‍্যাব ডিজি।

তিনি বলেন, ঘটনাটির তদন্ত চলছে। যারাই জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে। যদি কারও অবহেলা প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নববর্ষ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে র‍্যাব ডিজি বলেন, ‘এই দিনটি আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ। উৎসবটি যাতে আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়, সেজন্য ঢাকাসহ সারা দেশে র‍্যাবের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ‘মোটরসাইকেল ও গাড়ি পেট্রল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং গোয়েন্দা নজরদারির পাশাপাশি অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব। রমনা বটমূল, চারুকলার শোভাযাত্রা, রবীন্দ্র সরোবর, মানিক মিয়া অ্যাভিনিউসহ ঢাকার বিভিন্ন এলাকায় অনুষ্ঠানের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

র‍্যাব ডিজি বলেন, ‘আমরা সাইবার জগৎও মনিটর করছি, যাতে কেউ গুজব কিংবা অপপ্রচার চালাতে না পারে। উৎসবে অংশ নিতে আসা নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইভটিজিংসহ যেকোনো হয়রানি ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।’

গত কয়েক মাসে নানা ধর্মীয় ও জাতীয় উৎসব নিরাপত্তার সঙ্গে সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে র‍্যাব ডিজি বলেন, ‘দুর্গাপূজা, বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, রমজান ও ঈদ— সবই সফলভাবে সম্পন্ন হয়েছে। নববর্ষও অতীতের ধারাবাহিকতায় সুষ্ঠুভাবে শেষ হবে বলে আমরা আশাবাদী।’

রমনা বটমূলে নিরাপত্তা পরিকল্পনা প্রসঙ্গে র‍্যাব প্রধান জানান, ‘ভেতরে থাকবে ফুট পেট্রল, সাদা পোশাকে নজরদারি, বাইরে মোটরসাইকেল ও গাড়ির টহল, ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট। সবদিক থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সর্বসাধারণকে র‍্যাবকে সহযোগিতা করার আহ্বান জানান র‍্যাব ডিজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *