ঈদে মুক্তিপ্রাপ্ত ঢাকাই সিনেমাগুলো প্রথম দিন থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছে। দ্বিতীয় সপ্তাহেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে ভিড় করছেন দর্শকেরা, টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে অনেককে। এই দর্শক চাহিদার জেরে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে হলিউডের সিনেমাগুলো। একই সঙ্গে শুরু হয়েছে বাংলা সিনেমার আন্তর্জাতিক যাত্রা। শনিবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত ‘দাগি’। এ মাসেই বিদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’ ও ‘জংলি’।
**বিদেশে মুক্তির প্রথম সিনেমা ‘দাগি’**
‘দাগি’ হচ্ছে ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম, যেটি দেশের বাইরে মুক্তি পেল। অস্ট্রেলিয়ার সিডনিতে শনিবার সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, ২৭ এপ্রিল পর্যন্ত সেখানে মোট ১৫টি শোর অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এরপর নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
**‘বরবাদ’ দিয়ে শুরু শাকিব খানের পরিবেশনা**
শাকিব খানের প্রতিষ্ঠান এসকে ফিল্মস এবার সিনেমা পরিবেশনায় নাম লিখিয়েছে। ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ১৮ এপ্রিল ও কানাডায় ১৯ এপ্রিল মুক্তির মধ্য দিয়ে শুরু হবে প্রতিষ্ঠানটির পরিবেশনার যাত্রা। সিনেমাটি এরপর মধ্যপ্রাচ্য, ইউরোপ ও অস্ট্রেলিয়ায়ও প্রদর্শিত হবে। ‘বরবাদ’তে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। আরও আছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
**২৫ এপ্রিল থেকে আন্তর্জাতিকভাবে ‘জংলি’**
টাইগার মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘জংলি’ সিনেমাটি ২৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে। যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশনায় রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে থাকবে রেভেরি ফিল্মস, আর অস্ট্রেলিয়ায় বঙ্গজ ফিল্মস। সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, দীঘি, শহীদুজ্জামান সেলিম ও শিশুশিল্পী নৈঋতা। নির্মাণ করেছেন এম রাহিম।
এ ছাড়া শরাফ আহমেদ জীবনের নির্মিত ‘চক্কর ৩০২’ সিনেমাটিরও বিদেশে মুক্তির বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
**সিনেপ্লেক্স থেকে হলিউড সিনেমা সরিয়ে নেওয়া**
ঈদের দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে বাংলা সিনেমা দেখতে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে। কিন্তু টিকিটের সংকটে হতাশ হয়েছেন অনেক দর্শক। এমন অবস্থায় হলিউড সিনেমা প্রদর্শনের কারণে সমালোচনার মুখে পড়ে স্টার সিনেপ্লেক্স। দর্শকদের চাহিদা ও দাবির প্রেক্ষিতে শুক্রবার থেকে সিনেপ্লেক্সের সব শাখায় কেবল ঈদে মুক্তি পাওয়া চারটি বাংলা সিনেমা—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’ প্রদর্শিত হচ্ছে।
মূলত ছয়টি বাংলা সিনেমা ও দুটি ইংরেজি সিনেমা দিয়ে ঈদের উৎসব শুরু করেছিল স্টার সিনেপ্লেক্স। দ্বিতীয় সপ্তাহে এসে হলিউড সিনেমাগুলোর শোগুলোতে দর্শকের আগ্রহ কমে যাওয়ায় সেগুলো তুলে নেওয়া হয়। পাশাপাশি ‘জ্বীন থ্রি’ ও ‘অন্তরাত্মা’র মতো বাংলা সিনেমাগুলোর প্রদর্শনীও বন্ধ করা হয়। সিনেপ্লেক্স জানায়, মুক্তির দুই সপ্তাহ পরেও বেশিরভাগ বাংলা সিনেমার শো হাউসফুল যাচ্ছে, অনলাইনে ও কাউন্টারে টিকিটের হুড়োহুড়ি চলছে।
কেরানীগঞ্জের লায়ন সিনেমাসেও বর্তমানে শুধু বাংলা সিনেমাই প্রদর্শিত হচ্ছে। প্রথমে ছয়টি সিনেমা দিয়ে শুরু করলেও এখন দেখা যাচ্ছে ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’ নিয়েই তাদের শিডিউল সাজানো হয়েছে। অন্যদিকে, ব্লকবাস্টার সিনেমাসে বাংলা সিনেমার পাশাপাশি চলছে হলিউডের ‘ফ্লাইট রিস্ক’।