৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব প্রার্থী ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষমাণ, তাঁদের ভাইভা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ (১০ এপ্রিল) তথ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, পরবর্তীতে সুবিধাজনক সময়ে ভাইভা পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যাঁরা ৪৪তম বিসিএসের ভাইভা অপেক্ষমাণ, তাঁদের পরীক্ষা আপাতত স্থগিত থাকবে।
এদিকে, কিছুদিন ধরেই ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে পিএসসির সামনে আন্দোলন করে আসছেন প্রার্থীদের একটি অংশ। তবে আজ দুপুর থেকে আন্দোলনকারীদের কমিশনের সামনে অবস্থান নিতে দেয়া হয়নি, এবং পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা তাঁদের সরিয়ে দেয়। আন্দোলনকারীদের মুখপাত্র মোস্তাকিন আশিক জানিয়েছেন, তাঁরা এখন নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছেন।
এর আগে, মঙ্গলবার আন্দোলনকারীদের একাংশ পিএসসির গেট ভেঙে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে প্রবেশ করেছিল, যার পর বুধবার কমিশন সতর্ক করে দেয় যে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।