হারের রাতে দর্শকদের তিরস্কার সহ্য করলেন আর্জেন্টাইন ফুটবলার।

খেলাধুলা

২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পর থেকে এমিলিয়ানো মার্তিনেজ ফ্রান্সের সমর্থকদের চোখের কাঁটা হয়ে উঠেছেন। তাঁকে বিশেষভাবে খোঁচা দেওয়ার জন্য ফরাসিরা প্রায়ই তাকে নিয়ে বাজে মন্তব্য করে। গত রাতে প্যারিসে, পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে, আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষককে দর্শকরা তীব্র দুয়োধ্বনি এবং শিষ দিয়ে বরণ করে নেন।

এই ম্যাচে পিএসজি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলেছে। মার্তিনেজ অ্যাস্টন ভিলার গোলরক্ষক হিসেবে মাঠে ছিলেন। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের অটাইল সেকশন থেকে তাঁকে লক্ষ্য করে দর্শকরা দুয়োধ্বনি দিতে শুরু করে, কিছু দর্শক শিষও দেন এবং গালিগালাজও শোনা যায়।

তবে মার্তিনেজের জন্য রাতটা মোটেও সুখকর ছিল না, কারণ অ্যাস্টন ভিলা ৩-১ গোলে পরাজিত হয়। পিএসজি সেমিফাইনালে এক পা দিয়ে রাখল। ম্যাচের শুরুতে অ্যাস্টন ভিলা ১-০ এগিয়ে ছিল। ৩৫ মিনিটে মরগান রজার্স গোল করেন। তবে ৩৯ মিনিটে ডিজাইর ডুয়ের গোল দিয়ে সমতায় ফেরে পিএসজি। প্রথমার্ধের পর ১-১ ব্যবধানে ড্র ছিল। দ্বিতীয়ার্ধে, পিএসজি আরও আক্রমণাত্মক হয়ে উঠে এবং ৪৯ মিনিটে খিচা কাভারেইস্কা গোল করে পিএসজিকে এগিয়ে দেন। পিএসজি তৃতীয় গোলটি করে ম্যাচের শেষভাগে, অতিরিক্ত ২ মিনিটে নুনো মেন্দেস গোল করেন।

৩-১ গোলে হারার পর অ্যাস্টন ভিলা ১৫ এপ্রিল পরবর্তী লেগে পিএসজির মুখোমুখি হবে। দ্বিতীয় লেগটি অনুষ্ঠিত হবে ভিলা পার্কে।

মার্তিনেজের ক্যারিয়ার উল্লেখযোগ্য ছিল ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপে, যেখানে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে ড্র হয়ে ৩-৩ গোলে। সেই ম্যাচের পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মার্তিনেজ। সেই জয়ে আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপের খরা কাটায় এবং মার্তিনেজ গোল্ডেন গ্লাভস পুরস্কার অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *