২০১৭ সালে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটক ‘বড় ছেলে’ ব্যাপক সাড়া ফেলেছিল, এবং ইউটিউবে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই নাটকটি আলোচনার শীর্ষে চলে আসে। এটি এখন পর্যন্ত ৫ কোটি ৪১ লাখের বেশি ভিউ পেয়েছে। তবে এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নামক নাটকটি।
মাত্র ১১ মাসে, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত নাটকটি ইউটিউবে ৫ কোটি ৪৪ লাখের বেশি ভিউ পেয়ে ‘বড় ছেলে’-এর রেকর্ড ছাড়িয়ে গেছে। এই সাফল্যে খুশি নিলয় আলমগীর। তিনি বলেন, “আমরা পরিশ্রম করে কাজ করি যাতে দর্শক দেখে, আর যখন নাটকটি বেশি মানুষ দেখে, তখন ভালো লাগে। অনেকেই বলেন, ‘ভিউ সবকিছু নয়, নাটকের মানদণ্ড নয়’। কিন্তু যখন অন্যদের নাটক বেশি ভিউ পায়, তারা খুশি হয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর আমি আনন্দিত যে, আমার নাটকটি এত বেশি দর্শক দেখেছে।”
এই অর্জনের পর অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নিলয়কে, এবং অনেকেরই মন্তব্য ছিল যে, তিনি অপূর্বর থেকে এগিয়ে গেছেন। তবে নিলয় এই তুলনাকে প্রত্যাখ্যান করেছেন এবং জানিয়েছেন যে, অপূর্ব ভাইয়ের সঙ্গে তার তুলনা করা সম্ভব নয়। নিলয় বলেন, “আমি অপূর্ব ভাইয়ের বড় ভক্ত। ‘অপূর্বকে ছাড়িয়ে গেলেন নিলয়’—এটা শুনতে ভালো লাগছে না, কারণ অপূর্ব ভাই আমার সিনিয়র, এবং তিনি