টাঙ্গাইলের গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাছ ধরার জন্য ব্যবহৃত প্রায় ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নলিন থেকে সোনামুই পর্যন্ত যমুনা নদীর অংশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন। তাকে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জব্দ করা কারেন্ট জাল স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে এবং উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে ইউএনও মো. তুহিন হোসেন জানান, জাটকা সংরক্ষণে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না জালসহ অন্যান্য অননুমোদিত জাল সরাতে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।