“মাইক্রোসফটের হাতে ফিলিস্তিনিদের রক্ত”—এমন প্রতিবাদী মন্তব্য করা দুই কর্মীকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুই কর্মীকে বরখাস্ত করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির ৫০ বছরপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে এই দুই কর্মী—ইবতিহাল আবুসাদ এবং বানিয়া আগারওয়াল—বিল গেটসের সামনে ইসরায়েলের সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক নিয়ে তীব্র সমালোচনা করেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ইবতিহাল মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার নিয়ে কথা বলেন। তিনি বলেন, “তোমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবতার কল্যাণে ব্যবহার করার দাবি করছ, কিন্তু এটি ইসরায়েলের অস্ত্রের উন্নতির কাজে ব্যবহার হচ্ছে, যেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।” মঞ্চে উপস্থিত মাইক্রোসফট এআই বিভাগের সিইও মুস্তাফা সুলেমানকে লক্ষ্য করে তিনি আরও বলেন, “তোমরা গাজায় গণহত্যার জন্য এই প্রযুক্তি সরবরাহ করছ, এবং মাইক্রোসফটের প্রতিটি কর্মীর হাতে রক্ত লেগে আছে।”

ইবতিহাল আরও বলেন, “যখন ফিলিস্তিনে মানুষ মারা যাচ্ছে, তখন আমাদের আড়ম্বর উদযাপন করা উচিত নয়। আমি ভয় পাই না তাদের থেকে যারা হত্যাকারীদের প্রযুক্তি সরবরাহ করে।”

এদিকে, বানিয়া আগারওয়ালও একই অনুষ্ঠানে প্রতিবাদ জানিয়ে বলেন, “তোমরা ভণ্ড,” এরপর চাকরি ছেড়ে দেন।

মাইক্রোসফট জানায়, তারা বাক্‌স্বাধীনতায় বিশ্বাসী, তবে ব্যবসায়িক ক্ষতির বিষয় হলে তারা কর্মীদের অন্যত্র যাওয়ার অনুরোধ করে। পরবর্তীতে জানা যায়, এই দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, এক কর্মী অসদাচরণ করার জন্য অভিযুক্ত, আর অপর কর্মী আগেই পদত্যাগ করেছেন, তবে তাকে আগেভাগে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজার লক্ষ্য নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরবরাহ করেছে, যা এক অনুসন্ধানে বেরিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *