গানেই নিজেকে সীমাবদ্ধ না রেখে, সংগীতশিল্পী সাবরিনা পড়শী নতুন একটি পরিচয়ে হাজির হয়েছেন। রেডিও জকি এবং অভিনেত্রী হিসেবে খ্যাতি লাভের পর, এবার তিনি খাবারের রেসিপি শেয়ার করতে শুরু করেছেন। তার ফেসবুক পেজে ‘কুক উইথ পড়শী’ নামে একটি নতুন অনুষ্ঠান শুরু করেছেন, যার প্রথম পর্ব প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার।
প্রথম পর্বে পড়শী শেয়ার করেছেন তার প্রিয় আলু চাটের রেসিপি। রান্না শুরু করার আগে তিনি বলেন, ‘রোজা ভাঙার পর অনেকেই টক বা ঝাল খাবার পছন্দ করেন, কিন্তু আমি টক-ঝাল মিলিয়ে খেতে ভালোবাসি। তাই আলু চাট আমার খুব পছন্দের খাবার, যা আমি সবাইকে শেখাতে চাই।’
প্রদর্শিত অনুষ্ঠানে পড়শী আরও জানান, রান্না তার শখ এবং তিনি শুধুমাত্র রান্নার আনন্দ সবার সঙ্গে ভাগ করতে চান। আগামী দিনগুলোতে তিনি তার পছন্দের আরও বেশ কিছু রেসিপি শেয়ার করবেন, যা তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।
এদিকে, আসন্ন রোজার ঈদে গান ও অভিনয়ে একসঙ্গে দেখা যাবে পড়শীকে। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন মহিদুল মহিমের নাটক ‘হৃদয়ের এক কোণে’র টাইটেল গানে, যেখানে তার সঙ্গে গেয়েছেন আভরাল সাহির। পাশাপাশি, ‘ফেরারি মন’ নাটকে তার দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। নাটকটির শিরোনাম ‘তুই যে আমার’।
এছাড়া, এই ঈদে আরও কিছু নাটকে অভিনয় করেছেন পড়শী এবং নতুন নাটক প্রযোজক হিসেবেও তার অভিষেক হতে যাচ্ছে। ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করলেও, এবার নিজের চ্যানেলের জন্য নাটক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।