মাহমুদউল্লাহ রিয়াদ মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেননি, তবে গত রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানান। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারকে আজ বিশেষ সম্মান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসি ইভেন্টে মাহমুদউল্লাহর অসাধারণ ক্যারিয়ারের মুহূর্ত অনেকেই জানেন। ওয়ানডে ক্যারিয়ারের চারটি সেঞ্চুরির সবগুলোই তিনি করেছেন আইসিসি ইভেন্টে। ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি আজ তার সম্মানে একটি ভিডিও প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে, যেখানে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরির পর শূন্যে উড়ে উদযাপন এবং গ্যালারির উদ্দেশে উড়ন্ত চুমু ছোড়ার দৃশ্য দেখানো হয়েছে। আইসিসি তাদের ক্যাপশন হিসেবে লিখেছে, “বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর জন্য বিশেষ কিছু।”
মাহমুদউল্লাহ প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং পরবর্তীতে একই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরেকটি সেঞ্চুরি করেন। এর মাধ্যমে তিনি ওয়ানডে ক্রিকেটে দুইটি সেঞ্চুরি করার কীর্তি গড়েন। পরবর্তীতে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৩ বিশ্বকাপেও একটি করে সেঞ্চুরি করেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে এবং ১৪১ টি-টোয়েন্টি মিলিয়ে ৪৩০টি ম্যাচ খেলে ১১০৪৭ রান করেন। তার ব্যাটিং গড় ছিল ৩১.৮৩ এবং রয়েছে ৯ সেঞ্চুরির পাশাপাশি ৫৬টি ফিফটি।
মাহমুদউল্লাহ অবসর নেয়ার পর, বাংলাদেশের ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে তার জন্য শুভকামনা জানাচ্ছেন। নাজমুল হোসেন শান্ত তার ফেসবুক পেজে লিখেছেন, “বৈশ্বিক ইভেন্টে বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদানের জন্য ধন্যবাদ। ড্রেসিংরুমে আপনাকে মিস করব, এবং মাঠ ও মাঠের বাইরে আপনার থেকে অনেক কিছু শিখেছি। আপনি অনেককে অনুপ্রাণিত করেছেন, আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
মুমিনুল হক তার ফেসবুক পেজে লেখেন, “বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা মাহমুদউল্লাহ রিয়াদ ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে বিদায় জানাচ্ছি। আপনি লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছেন এবং বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান চিরকাল মনে রাখা হবে।”