মাবরুর রশীদ বান্নাহ একঝাঁক কিশোরের স্কুল জীবন, শৈশবের দুষ্টুমি এবং বন্ধুত্বের গল্প নিয়ে নির্মাণ করেছিলেন ইউটিউবে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপাইন’। নাটকে অভিনয় করেছিলেন প্রত্যয় হিরন, মাখনুন সুলতানা মাহিমা, রাশেদ আমরান, বাপ্পী আশরাফসহ আরো অনেকে। এবার সেই একই টিম নিয়ে বান্নাহ নতুন ধারাবাহিক নাটক ‘ছাত্রাবাঁশ’ নির্মাণ করেছেন, যা সম্প্রতি এনটিভিতে প্রচার শুরু হয়েছে।
‘ছাত্রাবাঁশ’-এর গল্পে, প্রত্যয়কে তার বাবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পাঠিয়ে দেন। সেখানে প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে তৃতীয় বর্ষের একজন সিনিয়র রাখা হয়। প্রত্যয়ের রুমে তার সঙ্গে থাকে ব্যাচমেট রাশেদ এবং সিনিয়র রায়হান। রায়হান, জুনিয়রদের দিয়ে নিজের কাজ করিয়ে নেয় এবং পড়ার সময় গান বাজিয়ে বিরক্ত করে। শুধু রায়হান নয়, ছাত্রাবাসের সব সিনিয়রই ফ্রেশারদের জীবন অতিষ্ঠ করে নানা খবরদারি দিয়ে।
এছাড়া, ছাত্রাবাসের মান্নু স্যার এবং আশরাফ বিভিন্ন কৌশলে ছাত্রদের প্যাঁচে ফেলেন এবং টাকা নেন। এসব দেখে বিরক্ত হয়ে ওঠে নতুন ছাত্ররা। কিন্তু প্রত্যয় সিদ্ধান্ত নেয়, সে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, নিজের রাজত্ব প্রতিষ্ঠা করতে হবে এই ছাত্রাবাসে। সে বন্ধুদের নিয়ে সিনিয়রদের মোকাবিলা করতে শুরু করে।
‘ছাত্রাবাঁশ’ নাটকে অভিনয় করেছেন প্রত্যয় হিরন, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ, সারজিন ইসলাম জিম, রাশেদ আমরান, শামীম আহমেদ প্রমুখ। ধারাবাহিকটি প্রতি রবিবার, সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।