লক্ষ্মীপুর পলিটেকনিকের শিক্ষক সোবহানকে শিক্ষার্থীদের হাতে পুলিশের কাছে হস্তান্তর
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. সোবহান শরীফকে শিক্ষার্থীরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ রয়েছে, শিক্ষক সোবহান শরীফ গত বছরের ২৯ জুলাই শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঠিত সাইবার সিকিউরিটি কমিটির সদস্য ছিলেন। তিনি গত আট মাস ধরে ক্যাম্পাসে অনুপস্থিত রয়েছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সোবহান শরীফ ছাত্রলীগ না করলে শিক্ষার্থীদের হলে থাকতে দিতেন না। এছাড়া, তিনি সময়ে-অসময়ে ছাত্রীদের উত্ত্যক্ত করতেন এবং আর্থিক অনিয়মের সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
তাকে আটকের খবর শুনে রাতেই থানায় জড়ো হন অনেক শিক্ষার্থী। তারা হুঁশিয়ারি দেন যে, যদি সোবহান শরীফকে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন।