রোজার ঈদে ইয়াশ-তটিনীর অভিনীত ‘বউয়ের বিয়ে’

বিনোদন

হেনা ও নাজিম একসঙ্গে একই বাড়িতে থাকেন, একটি মফস্বল শহরে। দুই পরিবারের মধ্যে প্রায়ই চলে খুনসুটি এবং নানা বিষয়ে প্রতিযোগিতা। তবে, যতই দ্বন্দ্ব থাকুক না কেন, ভেতরে ভেতরে তারা একে অপরকে ভালোবাসে। এমন একটি গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘বউয়ের বিয়ে’।

‘বউয়ের বিয়ে’ শিরোনামের নাটকটি অত্যন্ত বিস্ময়কর, কারণ সাধারণত এমন ঘটনা ঘটে না—একজনের বউ, আবার তার দ্বিতীয় বিয়ে কীভাবে হয়! পুরো বিষয়টি তুলে ধরা হবে ছোট পর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী মাধ্যমে। নাটকটি রচনা করেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন এবং এটি নির্মাণ করেছেন রুবেল হাসান।

নাটকে হেনার চরিত্রে তটিনী এবং নাজিমের চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকটির গল্পটি মফস্বল শহরের দুটি বাড়ির পারিবারিক সম্পর্ক, দ্বন্দ্ব, বন্ধন এবং প্রেমের কাহিনী নিয়ে। নাটকটি সম্পর্কে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের বিশেষ নাটক হিসেবে আমরা একটি মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা তৈরি করেছি, যেখানে দুই পরিবারের গল্প উঠে আসবে। তারা একে অপরকে ভালোবাসে এবং গোপনে বিয়ে করে, তারপর শুরু হয় পারিবারিক জটিলতা।’

এদিকে, প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ঈদ উপলক্ষে সিএমভির ব্যানারে ২০টি বিশেষ নাটক প্রকাশ হবে, যার মধ্যে ‘বউয়ের বিয়ে’ একটি। নাটকগুলো চাঁদরাত থেকে ক্রমশ সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *