এর আগে কখনো এমন অবিশ্বাস্য চ্যাম্পিয়নস ট্রফি দেখা যায়নি।

খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফির আলোচিত অধ্যায়: ২০২৫ সংস্করণ এক অন্যরকম অভিজ্ঞতা

১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলা চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর নানা আলোচনার জন্ম দিয়ে শেষ হয়েছে ভারতের শিরোপা জয়ের মাধ্যমে। চারটি ভেন্যুতে অনুষ্ঠিত ১৫ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু থেকেই বিতর্কে ছিল, যা ট্রফি হস্তান্তর পর্যন্ত অব্যাহত ছিল। এবার দেখা যাক, এই আসরের সবচেয়ে আলোচিত ১০টি ঘটনা।

অপরাজিত ভারত

ভারতীয় দল দারুণ দাপট দেখিয়ে একটিও ম্যাচ না হেরে শিরোপা জিতেছে। দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তারা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বে।

হেনরির হতাশা

নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হলেও ফাইনালে খেলতে পারেননি। নতুন বলে উইকেট নেওয়ার দক্ষতায় পরিচিত এই পেসারের অনুপস্থিতি কিউইদের জন্য বড় ধাক্কা ছিল।

ভারতের সুবিধাজনক অবস্থান

নিরাপত্তার কারণে পাকিস্তানে না গিয়ে দুবাইতেই ভারতের সব ম্যাচ আয়োজন করা হয়। ফলে ভ্রমণের কোনো ঝামেলা ছিল না তাদের জন্য, যেখানে রানার্সআপ নিউজিল্যান্ডকে ৭০৪৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। এই সুবিধা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।

আফগানিস্তানের চমক

প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নেমে নজর কেড়েছে আফগানিস্তান। ২৬ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে তারা ঐতিহাসিক জয় তুলে নেয়। সেই ম্যাচে আফগানিস্তানের ৩২৫ রান এবং ইব্রাহিম জাদরানের ১৭৭ রানের ইনিংস রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে।

‘পাকিস্তান’ লেখা নিয়ে বিতর্ক

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ সম্প্রচারের সময় আয়োজক দেশ পাকিস্তানের নাম দেখা যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে অভিযোগ জানালে পরবর্তীতে ভারতের বাকি ম্যাচগুলোতে আয়োজকের নাম হিসেবে পাকিস্তান দেখানো হয়।

ভুল জাতীয় সংগীত

২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের আগে ভুলবশত ভারতের জাতীয় সংগীত বাজানো হয়। দ্রুত এটি থামিয়ে দেওয়া হলেও ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। পিসিবি এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে।

পাকিস্তানের ব্যর্থতা

২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করেও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। টুর্নামেন্টে তিনটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, যার মধ্যে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও ছিল। ব্যর্থতার কারণে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা দলকে কঠোর সমালোচনা করেছেন।

মুশফিক ও স্মিথের অবসর

৪ মার্চ ভারতের বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। এর পরদিন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন স্টিভ স্মিথ। একই রাতে বাংলাদেশের মুশফিকুর রহিমও ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন।

বাটলারের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত

ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা আফগানিস্তানের কাছে পরাজয়ের মাধ্যমে শেষ হয়। এতে সমালোচনার ঝড় ওঠে এবং ‘বাটলার হটাও’ স্লোগান ওঠে। চাপে পড়ে ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার।

আয়োজকহীন চ্যাম্পিয়নস ট্রফি

যদিও পাকিস্তান ছিল মূল আয়োজক, তবে ম্যাচের বড় অংশই অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু ফাইনালে ভারতের শিরোপা জয়ের পর ট্রফি প্রদান অনুষ্ঠানে পিসিবির কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *