রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এ ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
নিহত শ্রমিকের নাম মর্জিনা বেগম (৩৫), যিনি বনানীর একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। সকালে কাজের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত অপর শ্রমিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী থানার ওসি মো. রাসেল সরোয়ার জানান, দুর্ঘটনায় এক গার্মেন্টস কর্মী প্রাণ হারিয়েছেন এবং অপরজন আহত হয়েছেন। তবে তিনি নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকা এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী র্যাম্প অবরোধ করেন, যার ফলে আশপাশের এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়।
শ্রমিকরা দাবি করছেন, দ্রুতগামী বাসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসচালককে আটক করা হয়েছে।
গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়ক অবরোধের ফলে উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে, এমনকি গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ রেখেছেন।
ট্রাফিক পুলিশ গাড়ি চালকদের বনানী-কাকলী ক্রসিং ও মহাখালীর আমতলী হয়ে গুলশান-১ ও গুলশান-২ দিয়ে চলাচলের নির্দেশনা দিয়েছে, যাতে যানজট কিছুটা কমানো যায়।