সম্প্রতি স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে আলোচনায় ছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। তবে পরে দুজনেই এই খবরকে ভুয়া বলে উড়িয়ে দেন। এবার গোবিন্দ এক চাঞ্চল্যকর দাবি করলেন—একসময় বলিউডে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, এমনকি তাঁকে হত্যা করার পরিকল্পনাও করা হয়েছিল। অভিনেতা মুকেশ খান্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি।
সুপারহিট সিনেমার নায়ক হিসেবে একসময় বলিউডে রাজত্ব করলেও, তখন অনেকেই নাকি তাঁর জনপ্রিয়তা মেনে নিতে পারছিলেন না। গোবিন্দ বলেন, **‘বলিউডের সবাই শিক্ষিত, আর আমি ছিলাম এক অশিক্ষিত বহিরাগত। শিক্ষিতদের সমাজে ঢুকে পড়েছিলাম, তাঁদের সঙ্গে পাল্লা দিচ্ছিলাম—এটা অনেকে মেনে নিতে পারেনি। আমাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছিল। এমনকি আমার বাড়ির সামনে বন্দুক হাতে একজন ধরা পড়েছিল, আমাকে হত্যা করার পরিকল্পনাও হয়েছিল। শেষ পর্যন্ত নিজের প্রাণ বাঁচাতেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিই।’**
তবে কে বা কারা এই ষড়যন্ত্র করেছিল, সে বিষয়ে নির্দিষ্ট কারও নাম প্রকাশ করেননি গোবিন্দ। তিনি শুধু বলেন, **‘আমি জানি তারা কতদূর যেতে পারে, কিন্তু আমি আর কারও নাম নিতে চাই না।’**
ক্যারিয়ারের উত্থান-পতন নিয়েও কথা বলেছেন গোবিন্দ। একসময় যখন বলিউডের হিট মেশিন ছিলেন, তখনই কাজ পাওয়া বন্ধ হয়ে যায়। সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। তবে তিনি জানান, এই সময়েও ১০০ কোটি রুপি বাজেটের একটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। পরে যখন সেই সিনেমাটি সুপারহিট হয়, তখন এতটাই আফসোস হয়েছিল যে, নিজেই নিজেকে চড় মারতে ইচ্ছে করেছিল তাঁর।
এ ছাড়া গোবিন্দ বহুবার দাবি করেছেন, হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন তাঁকে **‘অ্যাভাটার’** সিনেমার প্রস্তাব দিয়েছিলেন। মুকেশ খান্নার এই সাক্ষাৎকারেও একই কথা বলেন তিনি। জানান, **‘অ্যাভাটার’-এর জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু ৪১০ দিন ধরে শুটিং করার সময় দিতে রাজি হননি বলে ছবিটি ছেড়ে দেন। এছাড়া, পুরো শরীরে রং মাখার বিষয়টিও তাঁর পছন্দ হয়নি।’**