৯ মাসের ব্যবধানে দুটি আইসিসি টুর্নামেন্টের শিরোপা জিতেছে ভারত। গত বছর বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয় করেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এবার দুবাইয়ে তারা চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও নিজেদের করে নিলেন।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয় করেছে ভারত। রবীন্দ্র জাদেজার শেষ মুহূর্তের বাউন্ডারির পর ভারতীয় ডাগআউট উল্লাসে ফেটে পড়ে। এই আনন্দ উদযাপনের মধ্যে একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে—সতীর্থ মোহাম্মদ শামির মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কদমবুচি করেছেন বিরাট কোহলি। শামি ও তার মায়ের সঙ্গে কোহলির ছবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মোহাম্মদ শামি। তবে ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে হেরে হতাশ হতে হয়েছিল ভারতীয় দলকে। এরপর গোড়ালির চোটের কারণে টানা ১৪ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন শামি। এবার ফিরে এসে তিনি শিরোপা জয়ীর তালিকায় নাম লেখালেন।
দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেলের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন শামি। পুরো চ্যাম্পিয়নস ট্রফি আসরে তার ঝুলিতে জমা হয়েছে ৯টি উইকেট।