সালমানের পরিবর্তে আল্লুকে বেছে নিলেন অ্যাটলি

বিনোদন

কয়েকদিন আগে গুঞ্জন ছিল যে দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে একটি সিনেমা তৈরি করবেন। তবে নতুন খবর অনুযায়ী, সেই সিনেমার নায়ক পরিবর্তন হয়েছে। ৬০০ কোটি রুপি বাজেটের ওই সিনেমায় সালমানের জায়গায় নেওয়া হয়েছে ‘পুষ্পা’ খ্যাত তারকা আল্লু অর্জুনকে।

**বলিউড হাঙ্গামার** প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটলি খুব শিগগিরই আল্লুকে নিয়ে শুটিং শুরু করবেন। এই সিনেমায় আল্লুর বিপরীতে থাকবেন তিনজন নায়িকা।

শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে ব্যাপক সাড়া ফেলা অ্যাটলির সর্বশেষ সিনেমা ‘বেবি জন’ বক্স অফিসে চরম ব্যর্থ হয়। সমালোচকদের মতে, এই পরিস্থিতিতে অ্যাটলি আর কোনো ঝুঁকি নিতে চান না। কারণ, গত কয়েক বছরে সালমানেরও বড় কোনো হিট সিনেমা নেই। তাই নতুন প্রকল্প সফল করতে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ওপরই আস্থা রাখছেন তিনি।

প্রাথমিক পরিকল্পনায় অ্যাটলি একসঙ্গে সালমান খান ও রজনীকান্তকে পর্দায় আনতে চেয়েছিলেন। তবে শোনা যাচ্ছে, রজনীকান্তও নেই এই সিনেমায়। তার পরিবর্তে অন্য অভিনেতাকে নেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক।

**টাইমস অব ইন্ডিয়ার** প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার তিন নায়িকার একজন হিসেবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে চূড়ান্ত করা হয়েছে। গত বছর দক্ষিণী তারকা এনটিআর জুনিয়রের সঙ্গে ‘দেভারা’ সিনেমায় কাজ করে আলোচনায় আসেন জাহ্নবী। এরপর রামচরণের বিপরীতেও অভিনয় করেছেন তিনি। এবার আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন।

এদিকে, দর্শকরা এতদিন ধরে আল্লুর নায়িকা হিসেবে রাশমিকা মানদানাকে দেখে অভ্যস্ত। তবে এবার সেই ধারাবাহিকতায় পরিবর্তন আনতে চাইছেন আল্লু নিজেই।

বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশন চলছে, আর দৃশ্যধারণ শুরু হবে চলতি বছরের মাঝামাঝি সময়ে। আগামী বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এর নাম ঘোষণা করা হয়নি।

আল্লু অর্জুন ইতোমধ্যেই সিনেমাটির জন্য বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন। তার ঘনিষ্ঠ বন্ধু ও ‘থান্ডেল’ সিনেমার নির্মাতা বান্নি ভাস জানিয়েছেন, বর্তমানে বিদেশে অবস্থান করে অভিনয়ের নানা দিক নিয়ে কাজ করছেন আল্লু।

এদিকে, এই মাসের ২৮ তারিখে ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। এই সিনেমায় প্রথমবারের মতো সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মানদানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *