আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচের আগে একাদশ নির্বাচনের পাশাপাশি উইকেটের চরিত্র নিয়েও চলছে আলোচনা। সাধারণত পিচের ধরনের ওপর ভিত্তি করেই দল সাজায় টিম ম্যানেজমেন্ট। দুবাইয়ের যে উইকেটে ফাইনাল অনুষ্ঠিত হবে, সেটি নতুন নয়; এর আগে সেখানে একটি ম্যাচ খেলা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আকর্ষণীয় ব্যাপার হলো, যে উইকেটে ভারত-নিউজিল্যান্ডের শিরোপা লড়াই হবে, সেই একই পিচে একটি ম্যাচ খেলেছে পাকিস্তানও। গ্রুপ পর্বে এ উইকেটে একমাত্র ম্যাচটি ছিল ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বৈরথ। ফলে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উইকেটের প্রসঙ্গে পাকিস্তানের নামও চলে এসেছে আলোচনায়।
আইসিসি সূত্রে **ক্রিকবাজ** জানিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচে ব্যবহৃত একই পিচে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত দুই সপ্তাহ ধরে পিচটিতে কোনো খেলা হয়নি, এবং দুবাইয়ের মাঠকর্মীরা এটি পরিচর্যার মাধ্যমে প্রায় নতুন করে তুলেছেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ১০টি পিচ রয়েছে, যেগুলোর তত্ত্বাবধান করছেন অস্ট্রেলিয়ান কিউরেটর ম্যাথু স্যান্ডেরি। এই পিচগুলো সাধারণত ধীরগতির এবং স্পিনারদের সহায়ক। এখন পর্যন্ত টুর্নামেন্টে চারটি ভিন্ন পিচ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ফাইনালের পিচও অন্তর্ভুক্ত। এটি একদম কেন্দ্রস্থলে অবস্থিত এবং বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় পেয়েছে, যা খেলোয়াড়দের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।